Date : 2024-04-19

অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের স্বীকৃতির দাবিতে দিনভর অনশনে চন্দ্রবাবু নায়ডু

নয়া দিল্লি: অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কেন্দ্র। এই ইস্যুতে আজ দিল্লিতে দিনভর অনশনে বসেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু৷ তাঁর এই ধর্নার নাম দেওয়া হয়েছে ‘ধর্মা পোরাটা দীক্ষা’ বা ‘ন্যায়ের জন্য দিনভর প্রতিবাদ’। এদিন দিল্লিতে সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ভবনের সামনে অনশন করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তাঁর সঙ্গে অনশনে সামিল হবেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা, দলের বিধায়ক ও সাংসদরা৷ একই সঙ্গে চন্দ্রবাবুর পাশে থেকে অনশনে প্রতিবাদে সামিল হবেন মেম্বার্স অফ স্টেট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, একাধিক সমাজকর্মী সংগঠন ও ছাত্র সংগঠন৷ এদিন রাজঘাটে মহাত্মা গান্ধির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে এপি ভবনে ধর্না শুরু করেন নায়ডু। এর আগে নানা ইস্যুতে ১১ বার অনশনে বসেছেন চন্দ্রবাবু। ২০১৩ সালে অনির্দিষ্টকালের জন্য অনশন করেছিলেন তিনি। চন্দ্রবাবুর এদিনের অনশনকে সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এদিন অনশন মঞ্চে উপস্থিত থেকে চন্দ্রবাবুকে সমর্থন জানিয়েছেন রাহুল গান্ধী,ফারুক আবদুল্লাহ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এর পাশাপাশি ১৪ ফেব্রুয়ারি যন্তরমন্তরে অ-বিজেপি দলগুলির একটি ধর্না-সমাবেশের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে চন্দ্রবাবু নায়ডুর।