Date : 2024-03-29

শীর্ষ আদালতের কোপে নাগেশ্বর রাও

নয়া দিল্লি:সিবিআই নাটক অব্যাহত। এবার শীর্ষ আদালতের কোপে নাগেশ্বর রাও। সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান হয়ে সিবিআই অফিসার এ কে শর্মাকে বদলির নির্দেশ দেন নাগেশ্বর রাও। এদিকে সিবিআই অফিসার এ কে শর্মা বিহারের মুজফফরপুরে শেল্টার হোমে নাবালিকাদের ওপরে যৌন নিগ্রহের তদন্ত করছিলেন। তদন্ত চলাকালীন তাঁকে বদলি করা যাবে না, এমনই নির্দেশ ছিল আদালতের। কিন্তু ক্ষমতা হাতে পেতেই সিবিআই অফিসার এ কে শর্মাকে বদলির নির্দেশ দেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে আদালত অবমাননার। আদালতের কাছে ক্ষমাও চান তিনি। এদিন নজিরবিহীনভাবে নাগেশ্বর রাও ও সিবিআইয়ের আইনী অফিসারকে এক লক্ষ টাকা করে জরিমানা করল সুপ্রিম কোর্ট। এদিন আদালত আবারও স্পষ্ট করে জানিয়ে দিল বিহারের মুজফফরপুরে শেল্টার হোমে নাবালিকাদের ওপরে যৌন নিগ্রহের ঘটনায় সিবিআই অফিসার এ কে শর্মাকে বদলি করা যাবে না। এদিন কড়া ভাষায় নাগেশ্বর রাওকে ভৎর্সনা করেন বিচারপতি।