Date : 2024-04-20

জম্মু-কাশ্মীরে বড়সড় জঙ্গি হামলা, বাড়ছে মৃতের সংখ্যা

শ্রীনগর: ২০১৯-এর শুরুতেই ফের বড়সড় জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে। সিআরপিএফের কনভয়ে আইইডি বিস্ফোরণে প্রাণ হারায় ৩০ জন জওয়ান। ঘটনাস্থল পুলওয়ামার অবন্তিপোরার গোরীপোরা। বৃহস্পতিবার দুপুরে রাস্তা দিয়ে যাচ্ছিল সিআরপিএফের ৫৪ নম্বর ব্যাটালিয়ানের ৭০ টি গাড়ির কনভয়। তারমধ্যে একটি গাড়িতে হামলা হয় বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, রাস্তার পাশেই একটি গাড়িতে আইইডি বিস্ফোরক রাখা ছিল। কোনও কিছু বোঝার আগেই প্রাণ হারায় ৩০ জন জওয়ান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। যে বাসে হামলা চলে তাতে ছিলেন মোট ৫০ জন জওয়ান। সব মিলিয়ে প্রায় ২৫০০ জন জওয়ান কনভয়ে ছিলেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে জইশ জঙ্গি আদিল মহম্মদ। হামলাকারী আদিল পুলওয়ামার এলাকারই বাসিন্দা।

প্রসঙ্গত, আজকের এই ঘটনা ফের একবার ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরিতে ভয়াবহ জঙ্গিহানার কথা উস্কে দিল। সেই হামলাতেও টার্গেট ছিল ভারতীয় সেনা। উরির সেনা ছাউনিতে শহিদ হয়েছিলেন ১৯ জন জওয়ান। প্রশাসনিক কর্তারা মনে করছেন, উরির সেই ঘটনাকে ছাপিয়ে যেতে পারে আজকের এই ভয়াবহ ঘটনা। ইতিমধ্যেই জরুরি বৈঠক ডাকলেন এনএসএ অজিত দোভাল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পদস্থ আধিকারিকরাও রয়েছেন এই বৈঠকে। শুক্রবার কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের।