Date : 2024-03-28

স্যান্টিয়াগোয় লজ্জার হার রিয়াল মাদ্রিদের

ওয়েব ডেস্ক: লিগের দ্বিতীয় স্থানে পয়েন্ট পেতে যথেষ্ট সুযোগ পেয়েছিল মাদ্রিদ। কিন্তু বার্সেলোনাকে ধাওয়া করার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। ১৭ পয়েন্টে থাকা জিরোনার কাছে গুনে গুনে ২ গোল খেয়ে মাঠের বাইরে গেল রিয়াল মাদ্রিদ। এদিন ম্যাচে পরাজিত হয়ে রিয়াল থেকে গেল তৃতীয় স্থানে। আর জিরোনা উঠে এল ১৫ পয়েন্টে। স্যান্টিয়াগোর বার্নাব্যু’তে লা লিগার অপেক্ষাকৃত সহজ ম্যাচে ১-২ গোলে হারল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে ক্যাসেমিরোর প্রথম গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমনাত্মক হয়ে ওঠে জিরোনা। পর পর দুটো গোল সামলাতে না পেরে হারতে হয় রিয়াল মাদ্রিদকে। জিরোনার হয়ে গোল করেন স্টুয়ানি ও পোর্তু৷ মাঝ মাঠ সামলাতে তখন দিশাহারা রিয়াল মাদ্রিদ, উল্টে লাল কার্ড দেখে বসেন সার্জিও রামোস। এর আগে রিয়াল সোসিয়েদারের কাছে হারের পর লা লিগায় পর পর ছটি ম্যাচে জিতে যায়। ২৫ মিনিটের মাথায় ক্রুজের পাস পেয়ে জিরোনার জাল কাঁপিয়ে প্রথম গোলটি করে রিয়ালের ক্যাসেমিরো। কিন্তু ৬৩ মিনিটের মাথায় নিজেদের বক্সে হ্যান্ড বল করে হলুদ কার্ড দেখেন রামোস৷ ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সে পড়ে গিয়ে জিরোনার তরফে প্রথম গোল করে ১-১ সমতায় নিয়ে আসে ক্রিশ্চিয়ান স্টুয়ানি৷ পরের চ্যালেঞ্জটি ৭৫ মিনিটের মাথায় জিরোনার মাঝ মাঠ থেকে আসে রিয়ালের জন্য। জিরোনার তরফে পোর্তুর জয়সূচক গোলের পরেই ধৈর্য হারায় রিয়াল। রেফারি রামোসকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন। এই হারের ফলে ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়ায় ৪৫-এ৷ এই মুহুর্তে সমসংখ্যক ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে বার্সেলোনা৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগৃহীত পয়েন্ট সংখ্যা ৪৭৷