Date : 2024-03-28

আত্মসমর্পণ না করলে খতম করা হবে, কড়া বার্তা সেনাবাহিনীর

শ্রীনগর: ঘটনার পর কেটে গিয়েছে পাঁচ দিন। কিন্তু এখনও ছন্দে ফিরতে পারেনি পুলওয়ামা। সোমবার ভোররাতে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের শহিদ হন ১ জন মেজর সহ ৪ জওয়ান। সেনাবাহিনীর হাতে নিহত হয় জইশ ই মহম্মদের তিন জঙ্গি। এরই মধ্যে শ্রীনগরে সাংবাদিক বৈঠক থেকে এক নয়া উদ্যোগের কথা ঘোষনা করল ভারতীয় সেনা ও নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কাশ্মীর উপত্যকার মানুষের কাছে আবেদন জানিয়ে কম্যান্ডার ধিলোঁ বলেন, ‘আমরা মায়েদের কাছে আবেদন জানাচ্ছি, আপনাদের যে সন্তানেরা হাতে অস্ত্র তুলে নিয়েছে, তাদের আত্মসমর্পণ করতে বলুন। কাশ্মীরে যেই হাতে অস্ত্র তুলে নেবে, সে যদি আত্মসমর্পণ না করে, তাকে খতম করা হবে’। সবমিলিয়ে জম্মু-কাশ্মীরের বিপথগামী যুবকদের মূলস্রোতে ফিরিয়ে আনতে মরিয়া ভারতীয় সেনা ও নিরাপত্তাবাহিনী। প্রসঙ্গত, পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় ফিদায়েঁ জঙ্গি আদিল কাশ্মীরেরই বাসিন্দা ছিল। বারবার অভিযোগ ওঠে কাশ্মীরের যুবকদের ভুল বুঝিয়ে সন্ত্রাসের পথে নিয়ে যাওয়ার। তবে এদিন প্রকারান্তরে জঙ্গিদের কড়া বার্তা দেওয়া হয়েছে সেনার তরফে। সন্ত্রাসের পথ না ছাড়লে তার পরিনাম যে ভয়াবহ হতে পারে সে বার্তাও দেওয়া হয়েছে।