Date : 2024-03-28

পাল্টা হামলার আশঙ্কায় আলোচনার প্রস্তাব ইমরান সরকারের

ইসলামাবাদ: হামলার পর কেটে গিয়েছে পাঁচদিন। এখনও অশান্ত পুলওয়ামা। কান পাতলে এখনও যেন শোনা যাচ্ছে সেদিনের বিস্ফোরণের শব্দ। পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। অবশেষে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার সেদেশের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,’ভারতের দিক থেকে আক্রমণ হলে পাকিস্তান প্রতিরোধ করবে। পাল্টা জবাব দেবে।’ পুলওয়ামার হামলার ঘটনায় সঠিক তদন্ত না করেই ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে এদিন সকালে সেনার তরফে সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয় পাকিস্তানের মদতেই হয়েছে ওই ভয়াবহ হামলা। এরপরই তড়িঘড়ি আসরে নামে ইমরান সরকার। ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। সন্ত্রাসবাদের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান। এখন স্থায়িত্বের দিকে এগোচ্ছে। পাকিস্তান কেন এই সময় এমন হামলা করবে , পাল্টা প্রশ্ন করেছেন তিনি। সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে ভারতকে সরাসরি আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। সবমিলিয়ে প্রকারান্তরে পুলওয়ামা হামলার দায় ভারতের ঘাড়েই চাপিয়েছেন তিনি।