Date : 2024-04-24

‘দূরে, বহু দূরে’ চলে গেলেন প্রতীক চৌধুরী

ওয়েব ডেস্ক: বাংলা গানের দুঃসময়ে তিনি বলেছিলেন ‘স্বপ্ন বিক্রি আছে’। ভালোই ছিলেন, মঙ্গলবার হঠাৎই সেন্ট্রাল এভিনিউর অফিসে হৃদরোগে আক্রান্ত হন প্রতীক চৌধুরী। তৎক্ষনাৎ তাকে বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সময় না দিয়েই ‘দূরে, বহু দূরে’ চলে গেলেন বাংলা গানের স্বপ্নের ফেরিওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। আকস্মিক তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ। শারীরিক অসুস্থতার কারণে ইদানিং অনুষ্ঠান করতেন না তিনি। তবুও তাঁর পুরনো অ্যালবামের গানেই মুগ্ধ ছিলেন শ্রোতারা। বাহ্যিক সৌন্দর্য্য গুনের কাছে কিছুই নয়, তার প্রকৃষ্ঠ উদাহরণ ছিলেন প্রতীক চৌধুরী। মাত করেছিলেন শহর থেকে গ্রামাঞ্চলের শ্রোতাদের।

পারিবারিক ব্যবসার অফিসে বসে কাজ করার সময় আচমকাই মাটিতে পড়ে যান। এরপর আর জ্ঞান ফেরেনি। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় তাঁর মৃত্যু হয়। কিছুদিন আগেই অনিকেত চট্টোপাধ্যায়ের দেব অভিনীত ছবি ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’-র জন্য গান রেকর্ড করেছিলেন তিনি। তবে কেবল ছবির গান নয় বহু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের গানও গেয়েছিলেন তিনি। তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীতও জনপ্রিয় ছিল শ্রোতাদের কাছে। ২০১৮ সালে প্রকাশিত হয় তাঁর রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম ‘প্রাণের ঠাকুর’। প্রতীক চৌধুরীর আরও একটি বিখ্যাত অ্যালবাম ‘মন বাঁওরা’। এছাড়াও একাধিক জনপ্রিয় অ্যালবাম শ্রোতাদের মন জয় করেছে বহুদিন ধরে। রাহুল দেব বর্মনের সুরে অনেকবার কন্ঠ মিলিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন তিনি।