Date : 2024-03-29

ইপিএফে বাড়ল সুদের হার

ওয়েব ডেস্ক:লোকসভা ভোটের মুখে কল্পতরু কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন বাজেটে মধ্যবিত্তের মন জয় করেই ফের জনমোহিনীরূপে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর! ইপিএফে বাড়ল সুদের হার। ২০১৮-১৯ অর্থবর্ষে সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে হল ৮.৬৫%৷ বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ভোটের আগে সাধারণ মানুষের মন পেতে এই পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার৷ জল্পনাকে সত্যি করে সেই ঘোষনাই করল কেন্দ্র। সুত্রের খবর,কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের উপস্থিতিতেই সিবিটি-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রায় ৫ কোটি ৬৩ লক্ষ চাকরিজীবী লাভবান হতে চলেছেন এই সিদ্ধান্তে। সংবাদসংস্থা পিটিআইকে শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানিয়েছেন, বর্তমান আর্থিক বর্ষের (২০১৮-১৯)জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংগঠনের সমস্ত সদস্যই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রস্তাবটিতে চূড়ান্ত করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রকের অনুমোদনের পরই প্রভিডেন্ট ফান্ডের ওপর নির্ধারিত হারে সুদ পেতে পারবেন কর্মচারীরা।