Date : 2024-04-19

উত্তর প্রদেশের কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু মালদহের ৯ শ্রমিকের

ওয়েব ডেস্ক: ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনার শিকার মালদহের ৯ জন শ্রমিক। উত্তরপ্রদেশের কার্পেট কারখানায় ভয়াবহ আগুন পুড়ে মৃত্যু হয় তাদের। মৃতরা মালদহের এনায়েতপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, উত্তরপ্রদেশের কার্পেট কারখানায় হঠাৎ বিস্ফোরণের জেরে ভয়ানক আগুন লাগে। কারখানায় উপস্থিত অনেক শ্রমিকই আটকে পড়েন ভিতরে। ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে শুরু করে কারখানা। মৃতের সংখ্যা আরোও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরপ্রদেশের ভাদোহীর রোটাহা গ্রামে কার্পেট কারখানাটি অবস্থিত। এদিন সকাল ১১টা নাগাদ তীব্র বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।

দেখা যায়, বিস্ফোরণের ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও এনডিআরএফ। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালিয়ে উদ্ধার করা হয় ১০ টি মৃতদেহ। এরপরেই তাদের পরিচয় জানিয়ে মালদহ প্রশাসনকে খবর দেয় উত্তরপ্রদেশ পুলিশ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে মালদহের বাসিন্দা আতাউর মোমিন, আবদুল গফ্ফর, মহম্মদ সুভান আনসারি, ইসরাফিল মোমিন, আবদুল কালাম মোমিন, আলমগির মোমিন, আজাদ মোমিন, আবদুল কাদির, মোসাওয়ারের। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে তাদের পরিবার। স্থানীয়দের অভিযোগ, ওই কারখানায় বেআইনি ভাবে বিস্ফোরক মজুত করে বাজি তৈরি করা হত। এর ফলেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।