Date : 2024-03-29

পুলওয়ামার প্রত্যাঘাত ভারতীয় সেনার, জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী

নয়া দিল্লি: পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহানার পর থেকেই প্রতিশোধ নেওয়ার প্রহর গুণছিল দেশবাসী। অবশেষে জঙ্গিহামলার ১২ দিনের মাথায় মঙ্গলবার ভোর রাতে বদলা নিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তানের মদতপুষ্ট ওই জঙ্গি সংগঠনের কন্ট্রোল রুম। ভোর সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার বিমান। বেছে বেছে হামলা চালানো হয় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলিতে। বায়ুসেনা সূত্রে খবর, প্রায় ১০০০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয় এই এয়ার স্ট্রাইকে। ঘটনার পরপরই সাতসকালে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবন ৭ নম্বর লোককল্যাণ মার্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ ভারত সরকারের একাধিক শীর্ষ আধিকারিক। প্রসঙ্গত পুলওয়ামা হামলার পরদিনও নিজ বাসভবনে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। সেখানেই সিদ্ধান্ত হয় বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের তকমা কেড়ে নেওয়া হবে পাকিস্তানের। মঙ্গলবারের এই ঘটনায় প্রায় ৩০০ জঙ্গিকে নিকেশ করছে ভারতীয় সেনা।