Date : 2024-03-28

বিশ্বকাপ থেকে দেশ রক্ষার কাজে ডাক দুই রাইফেল শ্যুটারের

ওয়েব ডেস্ক: পুলওয়ামার ঘটনার পর ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। বালাকোটে প্রত্যাঘাতের পর পাল্টা জবাব আসতে পারে পাকিস্তানের তরফ থেকে তাই সব রকম ভাবে তৈরি থাকছে ভারতীয় সেনাবাহিনী। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দুই শুটারকে বিশ্বকাপের প্রাঙ্গন থেকে সরাসরি সেনা শিবিরে ডেকে নিল ভারতীয় বায়ু সেনা। দুই রাইফেল শ্যুটারকে বুধবার বিকেলের মধ্যে শিবিরে রিপোর্ট করতে বলা হয়েছে। দুই শ্যুটারের নাম রবি কুমার ও দীপক কুমার। রবি কুমার বলছিলেন, ”বর্তমান পরিস্থিতির জন্য আমাদের শিবিরে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ভারতীয় বায়ু সেনায় আমার প্রতিটি সহকর্মীর ছুটি বাতিল হয়েছে।

দীপক ও আমিই শুধুমাত্র এখনও শিবিরের বাইরে ছিলাম। পুরো ফোর্সকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রোটোকল অনুযায়ী, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্র আমাদের ডিউটিতে যোগ দিতে হবে। আমি যদিও পাইলট নই। দীপক এবং আমি, দুজনেই গ্রাউন্ড স্টাফ হিসাবে কাজ করি। কিন্তু দেশের প্রয়োজনে যে কোনওভাবে ঝাঁপিয়ে পড়তে পারি।” দু’জনে এও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের কাছে আগে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব৷ শিক্ষা বা খেলাধুলোর প্রসঙ্গ পরে৷ প্রয়োজনে সামনে থেকে জাতীয় কর্তব্য পালনেও প্রস্তুত দুই শুটার৷ খেলাধুলোর কথা মাথায় রেখেও দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীতে যোগ দিতে তারা সম্মত হন। কমনওয়েলথ ও এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী রবি কুমার গ্রাউন্ড স্টাফ জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসাবে বিমানবাহিনীতে কাজ করলেও পাঁচ-ছ’টি পোস্টের দেখাশোনা করার দায়িত্ব তাঁর উপরে থাকছে৷ ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষ ও মিক্সড ইভেন্টে দুজনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এরা দুজনেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়।