ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী প্রায়শই একথা বলে থাকেন, ‘বাংলা আজ যা ভাবে, গোটা দেশ পরে তাই ভাবে’। কয়েক বছর আগেই রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্প রাষ্ট্রসংঘের কাছে বিশেষ সম্মানিত হয়েছে। এবার আরও একবার রাজ্যের মুকুটে সংযোজিত হতে চলেছে নয়া পালক। রাষ্ট্রসংঘে সম্মানিত হতে চলেছে রাজ্য সরকারের আরো দুটি প্রকল্প। ‘উৎকর্ষ বাংলা’ ও ‘সবুজ সাথী’ প্রকল্পের সাফল্যের কথা এবার বিশ্বের দরবারে উঠে আসা শুধু সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছে রাজ্য। রাষ্ট্রসংঘে এই বিশেষ সম্মানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মোট ১১৪০ টি প্রকল্পের মধ্যে ভোট হয়েছে। আর তাতেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘উৎকর্ষ বাংলা’ ও ‘সবুজ সাথী’প্রকল্প।
আগামী ৯ এপ্রিল ‘জেনিভা’-তে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে। রাজ্য সরকার আশাবাদী কন্যাশ্রীর মতো এই দুই প্রকল্পও রাষ্ট্রসংঘের কাছে পুরষ্কার পেতে পারে। এই প্রকল্পগুলি রাষ্ট্রসংঘের কাছে পুরস্কার পেলে বাংলার উন্নয়নের সীমানা ক্রমশ বিশ্বের দরবারে অবগত হবে। সূত্রের খবর,‘ক্যাপাসিটি বিল্ডিং’ বা ‘দক্ষতা সৃষ্টি’ বিভাগে বিশ্বের ১৪৩টি প্রকল্পের মধ্যে সেরা পাঁচে জায়গা করে নিয়ে চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছে ‘উৎকর্ষ বাংলা’। আর রাষ্ট্রসংঘের ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’-এর সম্মানের দৌড়ে এগিয়ে রয়েছে ‘সবুজ সাথী’ প্রকল্প। তবে লোকসভা নির্বাচনের আগে ‘সবুজ সাথী’ প্রকল্প ও ‘উৎকর্ষ বাংলা’ রাষ্ট্রসংঘের বিশেষ সম্মান পায় তবে তা অবশ্যই রাজ্য সরকারকে উন্নয়ন প্রসঙ্গে বাড়তি আক্সিজেন জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।