ওয়েব ডেস্ক: ১৫ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল অজয় দেবগণের দে দে প্যায়ার দে। কিন্তু আপাতত ১৫ মার্চ মুক্তি পাচ্ছে না দে দে প্যায়ার দে। বেশ কিছু কারণে পিছিয়ে দেওয়া হল দে দে প্যায়ার দে ছবির রিলিজ ডেট।
আসলে ওই একই সময় মুক্তি পাওয়ার কথা অজয় দেবগণের ছবি টোটাল ধামাল। আর তাই অযথা টক্কর এড়াতে পিছিয়ে দেওয়া হয় দে দে প্যায়ার দে-র শুভমুক্তি। ১৫ মার্চের পরিবর্তে ১৭ মে মুক্তি পাবে দে দে প্যায়ার দে। এই ছবি যে একেবারে রোমান্টিক কমেডি তা ট্রেলার দেখলেই বোঝা যাবে।
এর পাশাপাশি টোটাল ধামাল মুক্তি পেতে চলেছে ২২ ফেব্রুয়ারি। তবে অন্য কথা বলছে ডিডিপিডি-র কোর টিম। তাঁদের কথায়, মে মাসে তেমন কোনও বড় ছবি রিলিজ নেই তাই এই সিদ্ধান্ত। তাছাড়া একই অভিনেতার ছবি পরপর রিলিজ করার কোনও মানে হয় না। দুটি ছবি ভিন্ন গল্প নিয়ে আসছে।
ঘাড়ের ওপর পরপর দুটি ছবি রিলিজ করলে কোনও ছবিরই স্বাদ দর্শক নিতে পারবেন না। তবে অজয় ভক্তদের হতাশ হওয়ার কিছু হয়নি। দে দে প্যায়ার দে ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ছবিটির পরিচালক আকিভ আলি।