কলকাতা: ইউরো ২, এমনকি ইউরো ৩ ব্যবহার নাম মাত্রই, ডিজেল ইঞ্জিন বাসে শহরে দূষণের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। তাই শহরের দূষণ মাত্রা নিয়ন্ত্রণ করতে চালু হতে চলেছে ইলেকেট্রিক বাস। চলতি বছরের ২০ মার্চ বিদ্যুৎ চালিত বাস আসতে চলেছে কলকাতায়। এই বাস তৈরি করেছে টাটা মোটরস্ কোম্পানি। পরীক্ষামূলকভাবে এই বাস চালানো হবে মার্চ মাসে। জুন মাস থেকে শহরে আনুষ্ঠানিক ভাবে চালু হবে এই বাস। প্রথম পর্যায় মোট ৮০ টি বাস চালু হবে। এই বাস চলবে বিধানগর এবং রাজারহাট অঞ্চলে। কেন্দ্র সরকারের সাহায্যে ৮০ টি বাস কিনবে রাজ্য। বাসগুলিতে ব্যাটারি থাকবে এবং ওই ব্যাটারিতে ইলেক্টিক চার্জ দিয়ে বাস চালানো হবে। বাসের আগে কলকাতায় বিদ্যুৎ চালিত ট্রামের অভিজ্ঞতা আছে। তাই ট্রাম ডিপোগুলোতে বিদ্যুৎ সংক্রান্ত কিছু পরিকাঠামো তৈরিই রয়েছে। এখানেই নয়া বাসের ব্যাটারিগুলো চার্জ দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। আপাতত পরীক্ষামূলক ভাবে এই বাস ট্রাম ডিপো থেকেই চালানো। সূত্রের খবর, এই বাস পরিবেশ দূষণের ক্ষেত্রে কার্যকারী ভূমিকা নেবে। বাসগুলি খনিজ তেলে না চলায় শব্দও হবে না। ১২ মিটার লম্বা বাসগুলি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হবে। বাস পিছু খরচ পড়ছে ৭৫ থেকে ৯০ লাখ টাকা। একবার চার্জ দিলে বাসগুলি ১৫০ কিলোমিটার চলতে পারবে। সরকারের ‘ক্লিন সিটি গ্রিন সিটি’ পরিকল্পনার বাস্তবায়নের জন্য এই বাস উল্লেখযোগ্য পদক্ষেপ।