Date : 2024-03-29

হেলমেট পরে সাংবাদিক নিগ্রহের নীরব প্রতিবাদ…

রায়পুর:খবর পছন্দ না হলে সাংবাদিকদের ওপর খড়গহস্ত হতে সময় লাগে না রাজনৈতিক দলগুলির। তা নিয়ে লেখালেখি থেকে প্রতিবাদ কোনও কিছুই কম হয় না। কিন্তু সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি থেকে যায় সেই তিমিরেই। এবার অভিনব পদ্ধতিতে প্রতিবাদে মুখর হলেন রায়পুরের সাংবাদিকরা। প্রতিবাদে হেলমেট পরে বিজেপি নেতাদের সাক্ষাৎকার নিচ্ছেন সেখানকার সাংবাদিকরা, এমনই ছবি সামনে এসেছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগে ছত্তিশগড়ে এক সংবাদমাধ্যমের কর্মীকে বেধড়ক মারধর করেন বিজেপির জেলা সভাপতি-সহ চার কর্মী। সুমন পাণ্ডে নামে এক সাংবাদিকের উপর সদলবলে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির রায়পুরের জেলা সভাপতি রাজীব আগরওয়ালের বিরুদ্ধে। এই ঘটনার পর যদিও ক্ষমা চেয়ে নেন রাজ্যের নেতারা। এতেও রায়পুরের সাংবাদিক মহলের ক্ষোভের আগুন নেভেনি। তাঁদের দাবি বহিষ্কার করতে হবে রাজীব আগরওয়ালকে। তাই প্রতিবাদে রায়পুরে বিজেপি নেতাদের যে কোনও অনুষ্ঠানেই সাংবাদিকরা যাচ্ছেন হেলমেট পরে। এদিকে ইতিমধ্যেই দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।