ওয়েব ডেস্ক: যতই তিনি প্রবাসী হোক না কেন কিংবা ভাঙা বাংলায় কথা বলুক না কেন আদতে তিনি যে বাঙালি। তাই বাঙালি মেয়ে লিজা রে সরস্বতী পুজো করলেন নিষ্ঠা সহকারে। সঙ্গে দুই মেয়ের হাতেখড়িও দিলেন।
বাঙালি সংস্কৃতির পুজোর রেওয়াজ মেনেই দুই মেয়ের সামনে একটি থালায় কলম, বই ও টাকা রেখেছিলেন লিজা৷ এক মেয়ে তুলে নিয়েছে কলম, অন্য মেয়ে বই৷ আনন্দের সঙ্গে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই রাতারাতি ভাইরাল হয়ে পড়ে।
ছবিটি পোস্ট করে লিজা লিখেছেন, ‘সুফি পছন্দ করেছে কলম, আর সুলেলি পছন্দ করেছে একটি বই৷’ শুধু তাই নয় দুই মেয়েকে সরস্বতী পুজো উপলক্ষ্যে একেবারে ভআরতীয় সাজিয়েছিলেন লিজা। এদিন লিজার স্বামী জ্যাসন ডেনহিও যোগ দিয়েছিলেন পুজোর আচার অনুষ্ঠানে। সপরিবারে এদিন দারুন কাটালেন লিজা ও তার পরিবার।