Date : 2024-04-20

বায়ুসেনার যুদ্ধবিমানে দুর্ঘটনা, মৃত ২

বেঙ্গালুরু: ফের মাঝ আকাশে বিমান বিপত্তি। নিহত বায়ুসেনার ২ বিমানচালক। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বেঙ্গালুরুর হ্যাল-এর বিমানবন্দরের রানওয়ে থেকে টেকঅফ করার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে বায়ুসেনার মিরাজ ২০০০ যুদ্ধবিমান। দাউদাউ করে জ্বলে ওঠে যুদ্ধবিমানটি । তবে ভেঙে পড়ার আগেই নিজেদের বিমান থেকে বের করে আনতে সক্ষম হলেও প্রাণে বাঁচতে পারেননি বায়ুসেনার দুই পাইলট স্কোয়াড্রন লিডার সমীর আবরোল এবং সিদ্ধার্থ নেগি। মারাত্মক আঘাত লাগায় মৃত্যু হয় তাঁদের। জানা গিয়েছে, হ্যালের বিমানবন্দরে মিরাজ ২০০০ যুদ্ধবিমানটি আনা হয়েছিল বিমানের পরিকাঠামোয় কিছু পরিবর্তন করার জন্য। বিমানটির প্রযুক্তিগত কিছু পরিবর্তন করে আরও উন্নতমানের করে তোলাই লক্ষ্য ছিল। এখনও প্রর্যন্ত স্পষ্ট নয় যে টেকঅফ করার সময়ে ঠিক কখন বিমানে সমস্যা দেখা যায়। কোনও সমস্যা তৈরি হলে ইজেক্ট করার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। তার পরেও কেন এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে বায়ুসেনা।