Date : 2024-04-18

“দ‍্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার”-র পর এবার প্রাইম মিনিস্টার মোদীর বায়োপিক

ওয়েব ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বায়োপিক “দ‍্য এক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার “। ছবি মুক্তি পেতেই দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এমনকি জাতীয় কংগ্রেসের তরফ থেকেও অনেক বিষয় নিয়ে আপত্তি জানানোয় রাজনৈতিক রোষের মুখে পড়ে ছবিটি। ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেন অনুপম খের। শুধু মনমোহন সিং নয় সম্প্রতি বাল ঠাকরেকে নিয়ে বায়োপিক তৈরি হয়েছে বলিউডে। ঠিক এই রকম একটি মুহূর্ত, যখন একের পর এক রাজনৈতিক ব‍্যক্তিত্বের জীবনের গল্প উঠে আসছে বড়পর্দায় তখন সেই বিষয়টিকে একেবারে অন‍্যমাত্রা এনে দিল দেশের বর্তমান প্রধানমন্ত্রীর ” বায়োপিক” কে কেন্দ্র করে। আর এই কাজটি করছেন মেরি কমের বায়োপিকের পরিচালক উমাঙ্গ কুমার। ইতিমধ্যে ছবি তৈরির বিষয় সম্মতি মিলেছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। একটু একটু করে এগোতেও শুরু করেছে ছবির কাজ। তবে ছবির নাম এখনো প্রকাশ্যে আনেননি পরিচালক। ছবির সবচেয়ে আলোচ্য বিষয় ছবিতে নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। যদিও প্রথমে মোদীর চরিত্রে অভিনয় করার কথা ছিল কিংবদন্তী অভিনেতা পরেশ রাওয়ালের। তিনি এই চরিত্রে অভিনয় নিয়ে একাধিক সাক্ষাৎকারও দিয়েছেন সংবাদ মাধ্যমকে। তবে হঠাৎ কেন তিনি ছবি থেকে সরে দাঁড়ালেন তার কারণ জানা যায়নি। অন্যদিকে বলিউডের নানা বিতর্কে জড়িয়ে জনপ্রিয়তা হারিয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। এই ছবির মধ্যে দিয়ে ফের কেরিয়ার ” অন দ‍্য ট্রাক” এ ফিরবে এই অভিনেতার এমনটাই মনে করা হচ্ছে। তবে ছবির কাস্টিং নিয়ে সব মহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। ছবির কাস্টিং তালিকায় নাম যোগ হয়েছে বোমান ইরানির। শোনা যাচ্ছে, তিনি রতন টাটা চরিত্রে দেখা যাবে তাকে৷