Date : 2024-04-19

ভারতের ২ পাইলট তাদের হেফাজতে,দাবি পাকিস্তানের, জানাল বিদেশমন্ত্রক

ওয়েব ডেস্ক: আক্রমন পাল্টা আক্রমন চলছেই। মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর বুধবার কাশ্মীরের নৌশেরা সেক্টরে কয়েকটি যুদ্ধবিমান ঢোকার চেষ্টা করে। পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে নৌশেরা সেক্টরে নামিয়ে দেয় ভারত। এদিকে ভারতের যুদ্ধবিমান মিগ এদিন জম্মু-কাশ্মীরের বদগামে ভেঙে পড়ে। সূত্রের খবর, যুদ্ধবিমানটির পাইলট ও সহ-পাইলট মারা গিয়েছেন৷ দুর্ঘটনায় এক স্থানীয় বাসিন্দারও মৃত্যু হয়েছে৷ ঘটনার পর থেকেই পাকিস্তান দাবি করতে শুরু করে তারা ভারতীয় বায়ুসেনার ২ পাইলটকে আটক করেছে৷ পাকিস্তানের সেই দাবি উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক সাফ জানাল, অ্যাকশনের সময় একজন ভারতীয় পাইলট নিখোঁজ হয়েছেন৷ তবে তিনি পাকিস্তানের হাতে আটক হয়েছেন কিনা সেবিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কালীন একটি মিগ ২১ বিমান হারিয়েছি আমরা৷ একজন পাইলট নিখোঁজ৷ পাকিস্তান দাবি করছে, ওই পাইলটকে তারা আটক করেছে৷ বিষয়টি আমরা তাদের খতিয়ে দেখছি৷’