Date : 2024-03-29

বাজেট পেশের আগেই কমল রান্নার গ্যাসের দাম

ওয়েব ডেস্ক: লোকসভা ভোটের তিন মাস আগে অন্তর্বর্তী বাজেট পেশের আগেই মধ্যবিত্ত মানুষের জন্য জনমোহিনী নীতির লক্ষ্যে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে একইমাসের মধ্যে তৃতীয়বারের জন্য কমল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ১.৪৬ টাকা ও ভর্তুকিহীন গ্যাসের দাম ৩০ টাকা পর্যন্ত কমল। এর আগে ১ ডিসেম্বর সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমে হয়েছিল ৬.৫২ টাকা। এবং জানুয়ারির শুরুতেও ৫.৯১ টাকা কমেছিল সিলিন্ডারের দাম। এরপর বৃহস্পতিবার ফের কমল সিলিন্ডারের দাম। ফলে দেশের রাজধানীতে ৪৯৩.৫৩ টাকায় পাওয়া যাবে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার। ইন্ডিয়ান ওয়েল ও গ্যাস কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম কমা ও মার্কিন ডলারের তুলনায় টাকার দাম বাড়ার কারণেই ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমেছে। গতকাল মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে রান্নার গ্যাসের নতুন দাম। বর্তমানে কলকাতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হয়েছে ৪৯৮.০৯ টাকা, ভর্তুকিহীন গ্যাসের দাম কমে হয়েছে ৭১৪ টাকা। দিল্লিতে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম, ৪৯৪.৯৯ টাকা, এবং ভর্তুকিহীন গ্যাসের দাম ৬৮৯ টাকা। এই সরকারের আমলেই রান্নার গ্যাসের দাম ৯০০ টাকা পর্যন্ত ছাড়িয়েছিল। এবার একই মাসের মধ্যে রান্নার গ্যাসের দাম তিনবার কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের হেঁশেলে।