Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • আন্দোলনকারী চিকিৎসকদের চিঠি মুখ্যসচিবের। বৃহস্পতিবার বিকেল ৫টায় বৈঠক। ১৫ জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারবেন। সরাসরি সম্প্রচার নয়। তবে রেকর্ড করা হবে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। চিঠিতে জানান মুখ্যসচিব।
  • সুদীপ্ত রায়ের নার্সিংহোম ও বাড়িতে সিবিআই। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। আরজি কর হত্যাকাণ্ড মামলায় এই তল্লাশি।
  • আরজি করে বোমাতঙ্ক। পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক, খাবারের প্যাকেট।
  • আইএমএ জলপাইগুড়ি শাখা থেকে বহিষ্কার ডা. সুশান্ত রায়। সুশান্ত রায়ের পুত্রকেও বহিষ্কারের সিদ্ধান্ত। সিদ্ধান্ত আইএমএর জলপাইগুড়ি শাখার। ভাঙা হল সুশান্তের নেতৃত্বাধীন আইএমএ কমিটি।
  • পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে-এর বিতর্কিত পোস্ট। বিভাগীয় তদন্তের নির্দেশ লালবাজারের।
  • জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কর্মবিরতির হুঁশিয়ারি। হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকদের।
  • নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মানিক ভট্টাচার্যের। চার শর্তে জামিন হাইকোর্টের। ২০২২ সালের ১১ অগাস্ট গ্রেফতার হন মানিক ভট্টাচার্য।
  • একাধিক সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতে ইডি তল্লাশি। কালিন্দী হাউজিং এস্টেটে মেডিক্যাল সরঞ্জাম কোম্পানিতে ইডি তল্লাশি। টালায় ব্যবসায়ী চন্দন লৌহের বাড়িতে অভিযান।
  • নিউটাউনে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি তল্লাশি। ১৫ অগাস্ট এই বাড়িতেই নোটিস দিয়েছিল সিবিআই।
  • ২ রাত পেরিয়েও স্বাস্থ্যভবনের সামনে জারি আন্দোলন। একাধিক স্লোগানে মুখরিত স্বাস্থ্যভবন চত্ত্বর।
  • পুলিশের অনুমতি ছাড়া কোনও মিটিং-মিছিল নয়। সাধারণ মানুষের কথা মাথায় রেখে সিদ্ধান্ত লালবাজারের। তবে মিটিং-মিছিলে বাধা নয়। প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের।
  • বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের জের। পদত্যাগ করলেন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স তাপস ঘোষ। প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র জমা। থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে ১৬ জন পড়ুয়াকে বহিষ্কার।
  • সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর সিবিআইকে রিপোর্ট জমার নির্দেশ।
  • New Date  
  • New Time  
চেনা ছন্দে অন্য প্রেমের “কীর্তন” শোনালো “নগর কীর্তন”

22
February 2019

চেনা ছন্দে অন্য প্রেমের “কীর্তন” শোনালো “নগর কীর্তন”

পরিচালক- কৌশিক গঙ্গোপাধ্যায়
অভিনয়ে- ঋত্বিক চক্রবর্তী, ঋদ্ধি সেন, বিদীপ্তা চক্রবর্তী, মানবী বন্দ্যোপাধ্যায় প্রমুখ
রেটিং- ৪/৫
ওয়েব ডেস্ক: মেকআপ, সাজগোজ পাশাপাশি উঠে এল নারীসুলভ পুরুষের গল্প। ছবির অভ্যন্তরে নিহিত পরিচালক ঋতুপর্ণ ঘোষের বলা কথা তবে অন্যরূপে অন্য ভাষায় তুলে ধরেছেন কৌশিক গাঙ্গুলি। ছবি মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছে “নগর কীর্তন”। সৌজন্যে অবশ্যই ৪ টি জাতীয় পুরস্কার। কান চলচ্চিত্র উৎসবে গত বছর হয়ে গেছে ছবির স্ক্রিনিং। পুরুষ থেকে ‘মহিলা’ হয়ে উঠতে যা কিছু প্রয়োজন- হাত পা নাড়া বা হাঁটাচলা থেকে শুরু করে কথাবার্তা বা মুখভঙ্গি, এমনকি মানসিক যন্ত্রণা- সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো নিখুঁতভাবে রপ্ত করে পর্দায় ফুটিয়ে তুলেছেন ঋদ্ধি সেন।

এই ছবিতে উঠে এল সমকামী প্রেমের গল্প। যদিও এটিকে সমকামী প্রেমের থেকে একটি বাঁশিওয়ালার সঙ্গে এক রূপান্তরকামীর প্রেমের গল্প বলাই ভালো। ছবিতে ফুটে উঠেছে নারীসুলভ পুরুষের মানসিক যন্ত্রণার কথা। অন্যদিকে বলতে হয় ঋত্বিক চক্রবর্তীর কথা। প্রথম থেকেই তিনি বলেছিলেন ‘মধু একজন প্রেমিক, সম না অসম সেটা বড় কথা নয়’। সিনেমা দেখতে দেখতে আপনার মনে হবে মধুর মতো এমন কত প্রেমিক ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে।মধু একজন স্বল্প রোজগারের ছেলে। চালচুলোহীন, তবু একরাশ স্বপ্ন বুকে বেঁধে রেখেছে সে। মধুর গা-ছাড়া ভাবটাই তাঁকে কোথাও যেন আকর্ষণীয় করে তুলেছে। মধুকে দেখে সমপ্রেমীর ভাবার আগে প্রতিটি মেয়ের জীবনের প্রথম প্রেমিকের কথা মনে পড়বে, হয়তো সেই প্রেম লুপ্ত হয়েছে জীবনে। প্রেম ভেঙে যাওয়ার পর আপনি হয়তো আজ জানেন না সে কোথায় হারিয়ে গিয়েছে। ছবিতে উল্লেখযোগ্য ভূমিকা শঙ্করীর, পর্দায় আরতির চরিত্রে তাঁকে দেখা গিয়েছে।

সমাজের ‘রূপান্তরকামী’ যে সব মানুষদের এতদিন দূরে সরিয়ে রাখা হয়েছে, তাদের দুঃখ-কষ্টটা ফুটে উঠেছে ছবিতে। খুব সাধারণ ভাবে একটি অসাধারণ প্রেমিকের কথা বলেছেন পরিচালক। ছবির নামই ‘নগরকীর্তন’। সেখানে কীর্তন, রাধা কৃষ্ণ, চৈতন্যের প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে বারবার। তবে কিছু কিছু জায়গায় যেমন মানবী বন্দ্যোপাধ্যায়ের অংশটুকুতে যেন মনে হয়েছে পরিচালক প্রমাণ করতে চাইছেন গল্পটা শ্রী চৈতন্য ও রাধা কৃষ্ণের। আবার পরিমলের ছোটবেলার অংশটাও আর একটু ছোট করে দেখানো হলে হয়তো ভাল হত বলে মনে হয়েছে। গান, কীর্তন, বৈষ্ণব পদাবলী ও আবহ সঙ্গীতের ব্যবহার ছবিকে আলাদা মাত্রা দিয়েছে। গল্পের অন্তিমভাগে পরিস্থিতির শিকার হয়ে মধু ও পুঁটির সঙ্গে যা ঘটে তা অনেক প্রশ্নের জন্ম দেবে দর্শক মনে। প্রত্যেকের অনবদ্য অভিনয় ও ছবির পটভূমিকা অন্য মাত্রা যোগ করেছে।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​