কলকাতা: মেট্রোয় একের পর এক ঘটে যাওয়া বিপত্তির কারণে শহরবাসীর মধ্যে মেট্রো নিয়ে ভীতি কাজ করতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই। এবার সেই পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখতে রেলওয়েস্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায় শুক্রবার উপস্থিত হন শিয়ালদহে। মেট্রো স্টেশন এবং শিয়ালদহ মেন শাখা ঘুরে ট্রেন চলাচল এবং যাত্রীদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন পূর্ব রেলের একাধিক আধিকারিক।
মূলত মেট্রো রেলে ইদানিং যে আতঙ্কের যে পরিবেশ তৈরি হয়েছে তার পরেই স্ট্যান্ডিং কমিটির এই ধরনের ভিজিট যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক কি কারণে বারবার মেট্রোরেলে অসুবিধার সামনে পড়ছে সাধারণ মানুষ তা জানার চেষ্টা করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সামনে আসতে থাকে পুরনো রেক চালানো, রক্ষণাবেক্ষণের একাধিক সমস্যার কথা। তিনি এই বিষয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বিশদে আলোচনা করেন এবং খোঁজ নিয়ে বলেন, মাঝে বেশ কিছুদিন ধরে পর পর আগুন লাগার ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসছিল। তবে এখন সেই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে বলে তিনি মনে করেন।