Date : 2024-04-25

সিবিআই-রাজ্য পুলিশ সংঘাত গড়াল শীর্ষ আদালতে

নয়া দিল্লি: লোকসভা ভোটের আগে সিবিআই-রাজ্য পুলিশ সংঘাত তুঙ্গে৷ চিটফাণ্ড মামলার তদন্তে রাজ্য প্রশাসন সহযোগিতা করছে না৷ কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার নথিপত্র নষ্ট করে দিয়েছেন এই অভিযোগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করেন সিবিআইয়ের আইনজীবী৷ আগামীকাল এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চে । অভিযোগ, বারবার তাঁকে সমন পাঠানো হলেও সাড়া দেননি তিনি। এদিন সিবিআইয়ের আইনজীবীর সম্পূর্ণ বক্তব্য শোনেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “রাজীব কুমার যে তথ্য নষ্টের চেষ্টা করেছেন, সেই প্রমাণ আদালতের কাছে পেশ করুক সিবিআই৷ যদি আদালত মনে করে প্রমাণ যথাযোগ্য, তবে রাজীব কুমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ এমন ব্যবস্থা নেওয়া হবে যে, তাঁকে অনুতাপ করতে হবে৷” রাজ্যের তরফে এদিন শীর্ষ আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি৷ সূত্রের খবর, আগামিকাল রাজ্যের তরফে শীর্ষ আদালতে লড়তে পারেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বলও৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজ্যপালকে ফোন করে গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।