বসিরহাট: প্রথম দফা মনোনয়ন পত্র জমা দেওয়ার চারদিন আগে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।
নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হওয়ার পরে বিজেপি প্রার্থী তালিকা নিয়ে জল্পনা সৃষ্টি হয়।
প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে দফায় দফায় চলতে থাকে বৈঠক।
বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক শেষে ১৮৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি, এরমধ্যে রাজ্যে মোট ২৮ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।
এখনও ১৪ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি নেতৃত্ব।
মেদিনীপুর থেকে লড়বেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
রাহুল সিনহা উত্তর কলকাতা, শমীক ভট্টাচার্য দমদম, চন্দ্রকুমার বসু কলকাতা দক্ষিণ, লকেট চট্টোপাধ্যায় হুগলি আসনে লড়বেন।
সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন বিধায়ক-সাংসদ অর্জুন সিং, অনুপম হাজরা ও সৌমিত্র খাঁকেও প্রার্থী করা হয়েছে।
তাঁরা যথাক্রমে বারাকপুর, যাদবপুর ও বিষ্ণুপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঘাটালে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে।
এই কয়েকটি নাম ছাড়া বিজেপির প্রার্থী তালিকা কার্যত চমকহীন বলা যেতে পারে।
এখানেই শেষ নয় প্রার্থী পছন্দ না হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি দফতরে ইতিমধ্যে শুরু হয়েছে বিক্ষোভ।
দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ এবং বিভিন্ন প্রান্তে প্রার্থী বাছাই নিয়ে কর্মীদের বিক্ষোভের জেরে প্রচার কার্যেও অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি।
প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। দেওয়াল লিখনের মাধ্যমে এলাকায় জনসংযোগ শুরু করেছেন তিনি।