Date : 2024-04-26

রায়গঞ্জে মনোনয়ন পেশ দীপার,জোরকদমে প্রচার মহঃ সেলিমের

উত্তর দিনাজপুর: রাজ্যে বাম-কংগ্রেস আসন সমঝোতা ভেস্তে গেছে।

৫টি আসনে প্রার্থী না দিয়ে রাজনৈতিক সৌজন্য বজায় রেখেছে বামফ্রন্ট।

দেবীনগর কালিবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি।

এক বর্নাঢ্য শোভাযাত্রা করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীপদে মনোনয়ন দাখিল করেন তিনি।

রায়গঞ্জ কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলাশাসকের দফতরে নির্বাচনী আধিকারিকের কাছে মনোনয়ন দাখিল করেন অঞ্চলের প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি।

এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত ও কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ।

কয়েক হাজার কংগ্রেস প্রার্থী এদিন প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপার সমর্থনে র‍্যালি করেন।

দেবীনগর থেকে বিশাল অঞ্চল জুড়ে কংগ্রেসের মিছিল এগিয়ে যায় কর্ণজোড়ায় জেলা শাসকের দফতর পর্যন্ত।

সেখানে মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন এই সাংসদ।

এদিকে একই দিনে শয়ে শয়ে দলীয় সমর্থকদের নিয়ে জনসংযোগের কাজে নেমেছিলেন বামপ্রার্থী তথা রায়গঞ্জের বিদায়ী সাংসদ মহঃ সেলিম।

তিনিও এইদিন মনোনয়ন পত্র জমা দেন।

এদিন মহঃ সেলিমের সঙ্গে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান অপূর্ব পাল,সিপিআই নেতা শ্রীকুমার মুখার্জী,ফরওয়ার্ড ব্লক নেতা গোকুল রায়।

রায়গঞ্জ স্টেশনের কাছ থেকে বাম কর্মী সমর্থকরা লাল পতাকা নিয়ে শহরের রাজপথে মিছিল করে।

মহঃ সেলিম এদিন প্রিয়রঞ্জন দাশমুন্সির আদি বাসস্থান এলাকায়ও যান ভোট প্রার্থনা করতে।

বামফ্রন্টের মিছিল দেখতে রাস্তার দুধারে জমা হয়েছিল সাধারণ মানুষ।