Date : 2024-04-19

এয়ারস্ট্রাইক নিয়ে সঠিক তথ্য জানানোর দাবি মমতার

কলকাতা: পুলওয়ামা জঙ্গি হামলার পর প্রতিশোধের আগুনে ফুঁসছিল গোটা দেশ। ৪৪ জন ভারতীয় সেনার রক্তের হিসেব নিতে ১২ দিনের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা। আর তাতেই ৩০০ জঙ্গির নিকেশ হওয়ার দাবি জানিয়েছেন ভারত সরকার। এরপর সরকারি তরফে সর্বদলীয় বৈঠক করে সম্পূর্ণ ঘটনার বিবৃতি দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু এয়ারস্টাইক সংক্রান্ত কোন বৈঠক করেনি কেন্দ্রীয় সরকার এমন দাবিই তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নবান্নে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ”যুদ্ধ, যুদ্ধ করছে! মিডিয়া যুদ্ধ করছে। আজ পর্যন্ত বিরোধী দলগুলির সঙ্গে একটাও বৈঠক করেননি। পুলওয়ামার ঘটনার পর এয়ার স্ট্রাইকে কত জন এবং কারা মারা গিয়েছে, জানতে চাই। আসল ঘটনা কী?”

তিনি এদিন বলেন, দেশের জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না। এর আগেও অনেক হামলা হয়েছে তবে তার কোনো অ্যাকশন নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সরকারের এয়ার স্ট্রাইক সংক্রান্ত তথ্যের দাবি করে তিনি বলেন, দেশের মানুষকে বিপথে চালিত করছে কেন্দ্রীয় সরকার। টিভিতে ৩০০-৩৫০ জন জঙ্গির নিকেশের কথা বলা হয়েছে। তবে ঠিক কত জন জঙ্গি মারা গেছে তার সঠিক প্রামাণ্য তথ্য দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি আরোও বলেন,” আমরা ফোর্সের সঙ্গেই আছি। আমরা চাই ফোর্স সঠিক তথ্য সামনে আনতে পারুক। আমরা চাইনা রাজনীতির স্বার্থ লাভ করতে যুদ্ধ হোক বা নির্বাচনে জয় লাভ করতে যুদ্ধ হোক”। এমনকি বেশ কয়েকটি বিদেশী সংবাদ মাধ্যমের নাম করে মুখ্যমন্ত্রী এয়ার স্ট্রাইকের প্রভাবের সঠিক তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন।