Date : 2024-04-18

অসুস্থ বীণাপাণি দেবী…

নদিয়া: হঠাৎই গুরুতর অসুস্থ মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবী। ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে তাকে কল্যানী জেএনএম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বড়মা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তবে তাঁর চিকিৎসাও শুরু হয়ে গেছে। ফুসফুসে সংক্রমণ হওয়ার কারণে তার অবস্থা বেশ সংকটজনক। শুক্রবার সকাল থেকেই মেডিকেল বুলেটিন বসানো হয়েছে হাসপাতালে। ১২ জন সদস্যের স্পেশাল মেডিকেল টিম বসানো হয়েছে তাঁর চিকিৎসার জন্য। দিনকয়েক আগে ঠাকুরনগরের মতুয়া মহাসঙ্ঘের আমন্ত্রণেই এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক উদ্দেশ্যে মতুয়াদের কাছে ছুটে গেছেন অনেকেই। পায়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে বড়মার আশীর্বাদ নিয়েছিলেন মোদী। কিছু দিন আগে বড়মা-র শতবর্ষের জন্মদিন উদ্‌যাপনেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মার শরীর ভাল নেই, বেশ কয়েকদিন ধরেই জানাচ্ছিলেন তৃণমূল নেতানেত্রীরা। বিএমওএইচের নেতৃত্বে চিকিৎসকেরা দেখে গিয়েছেন তাঁকে। বড়মার বড় বৌমা, তথা বনগাঁর তৃণমূল সাংসদ মমতা ঠাকুর দু’দিন আগেই জানিয়েছিলেন, মায়ের ঠান্ডা লেগে বুকে কফ বসেছে। জ্বর জ্বর ভাব রয়েছে।