Date : 2024-04-20

জইশ প্রধান মাসুদ আজাহার কি মৃত? নাটক অব্যাহত…

ওয়েব ডেস্ক: রবিবার সন্ধেয় হঠাৎই খবর ছড়িয়ে পড়ে পুলওয়ামা হামলার মোস্ট ওয়ান্টেড মাসুদ আজাহারের মৃত্যু হয়েছে। মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর। এদিকে বিভিন্ন পাকিস্তানী সূত্র থেকে এই খবর মিললেও পাক সরকারের তরফে এ বিষয়ে কিছুই বিবৃতি দেওয়া হয়নি। দিন কয়েক আগে পাক সূত্র মারফত জানা গিয়েছিল কিডনির অসুখে গুরুতর অসুস্থ জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে রাওয়ালপিণ্ডি সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই এদিন ছড়িয়ে পড়ে আজাহারের মৃত্যুর খবর। প্রসঙ্গত, গত ১৪ই ফেব্রুয়ারি কাশ্মীরের অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে ফিঁদায়ে হামলায় প্রাণ হারান ৪০ জন জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ।

সেই ঘটনার ১২ দিন পর ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক করে। ১২টি মিরাজ ২০০০ ফাইটার জেটের এয়ার স্ট্রাইকে গুড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। সূত্রের খবর,বালাকোট ঘাঁটিতে এয়ারস্ট্রাইকের ফলে মাসুদের ২ আত্মীয় সহ ৫ জইশ কম্যান্ডারের মৃত্যু হয়। কিডনির অসুখে নাকি এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে জইশ প্রধানের? নাকি দিব্যি বেঁচে রয়েছেন জইশ প্রধান। তাঁর মৃত্যুর খবর রটিয়ে নয়া কোনো চাল চালছে পাকিস্তান, ধন্দে ওয়াকিবহাল মহল। এদিকে সোমবার পাকিস্তানের জিও টিভি উর্দুর খবর অনুযায়ী মাসুদ আজহারের মৃত্যুর খবর মিথ্যে। এমনকি গোয়েন্দা সূত্রে এমনই খবর, মৃত্যু বিতর্কের মধ্যেই নাকি রাওয়ালপিন্ডির সেনা হাসপাতাল থেকে বাহাওয়ালপুরে গোথ ঘানির জইশ ক্যাম্পে সরানো হয়েছে জইশ প্রধানকে।