Date : 2024-04-19

লোকসভার রণকৌশল তৈরি করতে ১২ সদস্যের কমিটি গঠন তৃণমূলের

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের সমর কৌশল সাজিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের কর্মসূচী নিয়ে মানুষের দরজায় পৌঁছে যেতে নানারকমের প্রচার কৌশল গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। প্রচারের কাজের দেখভালের জন্য ১২ সদস্যের একটি প্রতিনিধি দল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এই বিশেষ নির্বাচনী প্রচার কমিটিতে থাকছেন তৃণমূলের শীর্ষস্তরের সব নেতাই। কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ মোট ১২ জন আছেন। দলের সব সাংসদের বায়োডাটা জমা দিতে হবে এই প্রচার কমিটির কাছে। এই কমিটিতেই প্রার্থী বাছাই করা হবে। এছাড়া জেলায় জেলায় কর্মীসভা ও সরকারের উন্নয়নের প্রচার করবে এই কমিটি। এদিন সাংবাদিক বৈঠকে বিজেপিকে আক্রমণ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যারা দাঙ্গা বা হত্যা করে, তারা এরাজ্যে দাঁত ফোটাতে পারবে না। দাঙ্গাবাজ, হত্যাবাজদের দিয়ে এরাজ্যে কোনওদিন কোনও কাজ হবে না।” সাধারণ মানুষকে দাঙ্গার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠিকে এয়ার স্টাইক প্রসঙ্গে বিরোধীদের জবাব দেওয়ায় কটাক্ষ করেন এবং রাজ্যে ৪২ টি আসন দখলে রাখতে তৃণমূল সব রকম প্রয়াস চালাবেন বলে জানিয়েছেন তিনি।