Date : 2024-04-24

বেলুড়ে বন্ধ আতসবাজি প্রদর্শনী

হাওড়া: মঠে মঙ্গলারতির মধ্যে দিয়ে বৃহস্পতিবার সূচনা হতে চলেছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৪ তম জন্ম উৎসব। বেদপাঠ, স্তব, উষাকীর্তনের মধ্যে দিয়ে নানা অনুষ্ঠান চলবে সারাদিন ব্যপী। এদিন সকাল ৭টা নাগাদ বিশেষ হোমের আয়োজন করা হবে। এবং মঠের সভা প্রাঙ্গনে চলবে বিশেষ অনুষ্ঠান। শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত পাঠ ও ব্যাখ্যা সহ ভক্তিগীতি, লীলাপ্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, গীতিনাটক, সন্তুর বাদন, ভজনে মঠের সমস্ত সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা অংশ নেবেন। এরপর একটি শোভাযাত্রা ঠাকুরের প্রতিকৃতি নিয়ে মঠের চারপাশ প্রদক্ষিণ করা হবে।

বেলা ১১ টায় সারদা সদাব্রত ভবন থেকে ভোগপ্রসাদ বিতরণ করা হবে। জন্মোৎসবে বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রচুর ভক্তের সমাগম হয় মঠে, তাই প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। প্রতি বছর রামকৃষ্ণ জন্মোৎসবে বেলুড় মঠে বিশেষ আকর্ষণ থাকে আতসবাজির প্রদর্শনী। কিন্তু পরিবেশবিদদের মতামত এবং আদালতের নিয়মের কথা মাথায় রেখে আতসবাজির প্রদর্শনী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ। ফলে দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা এবার আতসবাজির প্রদর্শনী দেখতে পাবেন না বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ।