Date : 2024-04-20

এয়ার স্ট্রাইকে কত জঙ্গির মৃত্যু হয়েছে, জানাবে না সরকার

নয়া দিল্লি:অবশেষে জঙ্গি মৃত্যু বিতর্কে মঙ্গলবার মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিদেশ সচিব এবিষয়ে যা জানিয়েছেন, সেটাই সরকারের বক্তব্য।’ সরকারীভাবে কোনো সংখ্যাই জানানো যাবে না। পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় বড়সড় প্রত্যাঘাত করে ভারত। এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয় পাক অধ্যুষিত কাশ্মীরের বহু জঙ্গি ঘাঁটি। ঘটনার পর পরই সরকারের তরফে দাবি করা হয়, আক্রমনে নিকেশ করা গেছে প্রায় ২৫০-৩০০ জন জঙ্গিকে।

কিন্তু জঙ্গি মৃত্যুর সংখ্যাতত্ব নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। এদিকে সোমবার বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। স্পষ্ট জানিয়ে দেন ”নিহতের সংখ্যা গোনা বায়ুসেনার কাজ নয়৷ সরকারের কাজ”৷ প্রসঙ্গত, সোমবারই দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন তোলেন, ৩০০ জঙ্গি মারা গিয়েছে, কে গুনেছে৷ সব মিলিয়ে জঙ্গি মৃত্যু বিতর্ক অব্যাহত।