Date : 2024-04-25

মশা মেরে মশা গুনবো না শুতে যাব? এয়ার স্ট্রাইক প্রসঙ্গে বি কে সিং

নয়া দিল্লি: জঙ্গি মৃত্যু বিতর্কে এবার আসরে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী তথা অবসরপ্রাপ্ত সেনা প্রধান বিজয় কুমার সিং। এয়ার স্ট্রাইকে ঠিক কত জঙ্গির মৃত্যু হয়েছে, পরিসংখ্যান চায় বিরোধীরা। এদিকে মঙ্গলবারই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বিদেশ সচিব এবিষয়ে যা জানিয়েছেন, সেটাই সরকারের বক্তব্য। সরকারীভাবে কোনো সংখ্যাই জানানো যাবে না।’ সময় যতই এগোচ্ছে ততোই ঘণীভূত হচ্ছে রহস্য। এরই মধ্যে বুধবার নাম না করে জঙ্গি মৃত্যু বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী। ট্যুইটারে এদিন মজার ছলে তিনি লেখেন,’প্রচুর মশার উত্পাত হয়েছিল রাত সাড়ে ৩টে নাগাদ। তাদের নিধন করতে হিট (কীটনাশক) ব্যবহার করি। এরপর কি মশা গুনবো না শুতে যাব?’

প্রসঙ্গত, পুলওয়ামা হামলার ১২ দিন পর পাক অধ্যুষিত কাশ্মীরে বড়সড় আঘাত হেনেছে ভারত। এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয় বহু জঙ্গি ঘাঁটি। সরকারের তরফে দাবি করা হয় আক্রমনে নিকেশ করা গেছে প্রায় ২৫০-৩০০জন জঙ্গিকে। এরপরই সরকারের এই দাবি নিয়ে জঙ্গি মৃত্যুর সংখ্যাতত্ব নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। কত জঙ্গির মৃত্যু হয়েছে সেবিষয়ে কীভাবে নিশ্চিত হল সরকার। জঙ্গি মৃত্যু বিতর্কের মধ্যেই বালাকোট প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া সাফ জানিয়ে দেন, “নিহতের সংখ্যা গোনা বায়ুসেনার কাজ নয়, সরকারের কাজ”। এদিকে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, যে ৩০০ মোবাইলের টাওয়ারের হদিশ মিলেছে, তা কি গাছেরা ব্যবহার করছিল? সবমিলিয়ে জঙ্গি মৃত্যুর পরিসংখ্যান নিয়ে তরজা তুঙ্গে।