Date : 2024-04-20

লোকসভা নির্বাচনে নদিয়ার ম্যাসকট ভোট গোপাল

নদিয়া: নির্বাচনের দিনক্ষণ স্থির হওয়ার আগেই রাজ্যে প্রচার প্রস্তুতি শুরু হয়ে গেছে। নদিয়া জেলা প্রশাসন ও নদিয়া জেলা নির্বাচন দফতরে নির্বাচন সংক্রান্ত বৈঠক চলেছে প্রতিদিন। বৃহস্পতিবার দুপুরে নদিয়া জেলা পরিষদে ছিল সাংবাদিকদের কর্মশালা। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন নদিয়ার জেলা শাসক সুমিত গুপ্তা ছাড়াও জেলা নির্বাচন দপ্তরের আধিকারিক এবং অতিরিক্ত জেলা শাসকরা। নির্বাচনের দিন ভোটারদের সুবিধার্থে কি কি প্রস্তুতি নিতে চলেছে জেলা প্রশাসন তা নিয়ে সবিস্তারে বৈঠক করেন জেলা নির্বাচন আধিকারিকরা। এদিন জেলাশাসক জানান নদিয়া জেলায় প্রতিটি বুথেই থাকবে ভিভি প্যাট। সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ভিভি প্যাট ব্যবহার সংক্রান্ত সমস্ত নথিপত্র।

প্রতিবছরই নদিয়া জেলা ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে থিম সং ও নানা রকম সচেতনতামূলক ব্যবস্থা করে থাকে জেলা নির্বাচন দফতর। এবছর নদিয়া জেলা ম্যাসকটের নাম ভোট গোপল। কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ সভায় বিদূষক ছিলেন গোপাল ভাঁড়। তার নামেই নদিয়ার নির্বাচনী ম্যাসকট ভোট গোপাল। এবার ভোটে নির্বাচন কমিশনের মূল লক্ষ্য নির্বাচন প্রক্রিয়ায় যেন সমস্ত ভোটার অংশ গ্রহণ করতে পারে। নদিয়া জেলায় সেই প্রচার চালাতে ভোট গোপালের হাতে তুলে দেওয়া হয়েছে প্ল্যাকার্ড। নদিয়ার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন তেনজি ভার্মানি ভুটিয়া জানিয়েছেন, ভোট গোপাল জেলার প্রতিটি ভোটারকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন।