Date : 2024-04-19

বরফের গা বেয়ে নামছে রক্ত

ওয়েব ডেস্ক : পাহাড়ের কোল বেয়ে নেমে আসা জলের প্রবল ধারার উচ্চতা আর সৌন্দর্য আকর্ষণ করে মানুষকে। কিন্তু কখনো শুনেছেন জলপ্রপাতের বদলে পাহাড়ের কোল বেয়ে নেমে আসছে রক্তের স্রোত! আন্ট্রাকটিকায় রক্ত প্রপাতটি পাহাড়ে নয় বরং বরফের উপর থেকে নেমে আসছে।

সবচেয়ে অবাক হওয়ার বিষয়, এত ঠান্ডাতেও রক্তের ধারা জমে বরফ হয়নি। তবে কি সত্যিই রক্তপাত হয়ে যাচ্ছে এই ভাবে! কার রক্ত ভেসে আসছে! অবাক হচ্ছেন! না, রক্তের ধারা নয়, আয়রন অক্সিডাইস লবনাক্ত জলে মিশে এই প্রপাত সৃষ্টি হয়েছে।

২০১১ সালে একদল অভিযাত্রী প্রথম এই প্রপাতটির সন্ধান পান। টমাস গ্লেসিয়া থেকে এই জলপ্রপাতটির সৃষ্টি হয়েছে ২০ লক্ষ বছর আগে। প্রপাতটির জলের গন্ধ রক্তের মতো। সালফার আর আয়রনের জন্য এই গন্ধ সৃষ্টি হয়। তবে এত লৌহ আকরিকের উৎস কি তা এখনো জানা যায়নি।

এই প্রপাতের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে শিউরে উঠবে আপনার শরীর। এমনকি এই প্রপাতের চারপাশে রয়েছে ভয়ঙ্কর ও বিরল প্রজাতির প্রাণী। আন্ট্রাকটিকায় এমন অনেক রহস্য আছে যার কোন উৎস সন্ধান করা এখনো সম্ভব হয়নি।