Date : 2024-04-25

সাত দফায় ভোট হবে রাজ্যে, জেনে নিন কবে, কোথায়

ওয়েব ডেস্ক: সপ্তদশ সাধারণ নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতেই নির্বাচন কমিশনের তরফে লাগু হয়েছে নির্বাচনী বিধি। রবিবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘন্ট প্রকাশ করার পর থেকে রাজ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে ভোট প্রস্তুতি তুঙ্গে উঠেছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে এখনো প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। সোমবার থেকেই রাজ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার ও কর্মসূচী গ্রহণ করেছে। নির্বাচন বিধি শুরু হয়ে যাওয়ায় কি কি করণীয় রাজনৈতিক দলগুলির সে বিষয়ে বিস্তারিত আলোচনায় জন্য এ দিনের বৈঠক হয় নির্বাচন কমিশন দফতরে।

প্রার্থী ছাড়াই বিষ্ণুপুরের বেশ কিছু এলাকায় লোকসভা ভোটের জন্য দেওয়াল লিখন শুরু করে দিয়েছে শাসক দলের কর্মীরা। দলের প্রচারের কাজও শুরু হয়ে গেছে জোর কদমে। প্রার্থী তালিকা প্রকাশ না হওয়ায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন এই স্লোগান নিয়েই প্রচারে নেমেছে শাসক দলের কর্মী সমর্থকরা। এদিকে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারকার্য শুরু করলেন বিজেপি প্রার্থী সুফল ঘাঁটু। তিনি দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত নির্বাচন কেন্দ্রে সুষ্ঠ ভাবে ভোট গ্রহণের জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগের কথা বলা হয়েছে। গোটা রাজ্যে মোট ৭ দফায় নির্বাচন হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারীক। এক নজরে জেনে নিন কবে কোথায় ভোট হবে রাজ্যে….

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট হবে ১১ এপ্রিল। কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট রয়েছে ওই দিন।

দ্বিতীয় দফায় ভোট হবে ১৮ এপ্রিল, ওই দিন ভোট হবে জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জে।

তৃতীয় দফায় ভোট হবে ২৩ এপ্রিল। ওই দিন বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট রয়েছে।

চতুর্থদফার ভোট ঘোষণা হয়েছে ২৯ এপ্রিল। ওই দিন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূমে ভোট হবে।

এরপর পঞ্চম দফা ভোট হবে ৬ মে। ওই দিন বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলির আরামবাগে ভোট গ্রহণ করা হবে

ষষ্ঠদফায় ভোট ১২ মে। ওই দিন তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোট

সপ্তম বা অন্তিম দফার ভোট হবে ১৯ মে। ওই দিন ভোট দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর ভোট গ্রহণ হবে

নির্বাচন কমিশনের নির্দেশ বা নির্বাচন বিধি লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে