Date : 2024-04-16

সুষ্ঠ নির্বাচন করতে জেলা শাসকদের নির্দেশনামা পাঠাল কমিশন

ওয়েব ডেস্ক: রবিবার নয়াদিল্লিতে সপ্তদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই দেশজুড়ে নির্বাচনী তৎপরতা তুঙ্গে। কমিশন সূত্রে খবর, প্রতিটি রাজ্যে সুষ্ঠ ভাবে ভোট করতে চলতি সপ্তাহের শুক্রবারই রাজ্যের সর্বত্র পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। আপাতত ১০ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী এসে পৌঁছবে রাজ্যে। দুই ২৪ পরগনা, কলকাতা, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পূর্ব-পশ্চিম বর্ধমানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় নিয়মিত টহলদারি করবে বলে জানা গেছে। তবে ভোট উপলক্ষ্যে রাজ্যে আরও কত কোম্পানি সেনা পাঠানো হবে তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি কমিশন। কমিশন সূত্রে খবর, রাজনৈতিক সংঘর্ষপ্রবন অঞ্চলগুলিতেি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

এছাড়া রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে জেলা শাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। প্রতিটি জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা অনুসারে কত কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানাতে হবে কমিশনকে। এছাড়া প্রতিবন্ধী ও দৃষ্টিহীন ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন। দৃষ্টিহীনদের জন্য বিশেষ ব্রেইলি ফর্মের ব্যবস্থা করা হয়েছে। এছাড় প্রচার সংক্রান্ত বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ও অভিযোগ নির্বাচন কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।