Date : 2024-03-27

“স্পর্শকাতর” ইস্যুতে কমিশনে চাপের মুখে বিরোধীরা

ওয়েব ডেস্ক: রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এসপি, ডিএমদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

দুই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ গুরুত্ব দিতে চায় নির্বাচন কমিশন। ‘স্পর্শকাতর বুথ’ প্রসঙ্গে কমিশনের রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

কমিশনের মতে, ২০১৪ লোকসভা নির্বাচনে রাজ্যে স্পর্শকাতর ভোটের সংখ্যা ছিল ৫০ শতাংশ। এরপর বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা কমেছে সেই সংখ্যা।

তাছাড়া ২০১৪ সাধারণ নির্বাচনের আগে রাজ্যে যে হারে খুন ও হিংসার অভিযোগ পৌঁছেছিল, এবার সেই সংখ্যা অনেক কম।

তবে হিংসা রুখতে ডিএমদের সর্বদলীয় বৈঠক করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে প্রতিটি ভোটকেন্দ্রই সংবেদনশীল এই দাবি নিয়ে ইসি-র কাছে হাজির হয় নির্মলা সীতারামন, রবিশঙ্কর প্রসাদ সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপির এই দাবি সমর্থন করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের অশান্তির নজির সামনে এনেছেন বিরোধীরা।

এই দাবির প্রতিবাদে তৃণমূলের মহিলা কংগ্রেস সেল অবস্থান বিক্ষোভে বসে রাণি রাসমণি রোডে।

মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন। বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “বাংলাকে অপমান করছে বিজেপি”।

তবে ভোটের আগে এহেন অভিযোগের কারণ খতিয়ে দেখতে জেলা পুলিশ সুপারদের কাছে বিশদে তথ্য তলব করে তবেই পদক্ষেপ নিতে পারে কমিশন। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনার।