Date : 2024-04-20

“স্পর্শকাতর” ঘোষণার দাবির প্রতিবাদে পথে তৃণমূলের মহিলা ব্রিগেড

কলকাতা: বাংলার প্রতিটি বুথকে স্পর্শকাতর ঘোষণা করার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। ঘটনার তীব্র প্রতিবাদ করে তৃণমূলের মহিলা কংগ্রেস সেল ধরনায় বসে রাসমণি রোডে।

দুদিন ব্যাপী এই অবস্থান বিক্ষোভ কর্মসূচী চালাবে তৃণমূল। প্রচার কৌশল নিয়ে প্রার্থীদের সঙ্গে বৈঠকে ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূলনেত্রী বলেন, বাংলাকে অপমান করছে বিজেপি।

এদিন রাণি রাসমণি রোডে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ দলের অন্যান্য নেত্রীবৃন্দ।

‘অতি স্পর্শকাতর’ প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ‘ শান্ত বাংলাকে কালিমালিপ্ত করার ছক কষেছে বিজেপি।’

অবশ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কমিশনে একটি রিপোর্ট পাঠিয়ে জানিয়েছেন এবার রাজ্যে ‘অতি’ স্পর্শকাতর বুথ নেই।

ফলে নির্বাচন কমিশনের কাছে গেরুয়া শিবিরের দাবি খারিজ হতে চলেছে।

এদিকে নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী।

১১ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ৭ দফায় ভোট গ্রহণ হবে।

এদিকে নির্বাচনের আগে দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং।

ব্যারকপুর শিল্পাঞ্চল থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

ফলে সাংগঠনিক দিক থেকে বেশ কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিজেপির বিরুদ্ধে পাল্টা কৌশল তৈরি করতে বদ্ধপরিকর তৃণমূল।

মাসখানেক আগে সিবিআই পাঠানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে আবার ধরনা মঞ্চ বাঁধল তৃণমূল।