Date : 2024-04-20

অশোকনগরে ডাকাতির ছক বানচাল করল পুলিশ

বারাসত: অশোকনগরে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। ঘটনাস্থল থেকে পাইপগান, কার্তুজ, চপার সহ তিন জনকে গ্রেফতার করেছে হবড়া থানার পুলিশ। পাশাপাশি হাবড়া ও গোবড়ডাঙ্গা থেকে উদ্ধার হয়েছে দুটি পিস্তল। শুক্রবার রাতে অশোকনগর থানার সেনডাঙ্গা চর্তুদশ পল্লী স্কুল মাঠে কয়েকজন যুবককে জটলা করতে দেখা যায়। ওই সময় এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। পুলিশের সন্দেহ হলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করায় কথায় অসঙ্গতি মেলে। জিজ্ঞাসাবাদের সময় পালিয়ে যায় কয়েকজন। ধৃত শান্তি সদ্দার, সন্তোষ দাস, সুভাষ নন্টে কাছ থেকে উদ্ধার হয় পাইপ গান, কার্তুজ ও চপার।

ধৃতেরা জেরার মুখে ডাকাতির উদ্দেশ্যের কথা স্বীকার করেছে। অন্যদিকে উত্তর হাবড়ার বাসিন্দা মিলন হালদারকে শক্রবার রাতে হাবড়ার কামারথুবা এলাকা থেকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি পিস্তল। অন্যদিকে গোবরডাঙা থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে স্থানীয় নিমতলা রেলগেট এলাকা থেকে মহম্মদ দাদুল মন্ডলকে গ্রেফতার করে। তার কাছ থেকেও উদ্ধার হয়েছে গুলিভর্তি একটি দেশি পিস্তল। ধৃতের বাড়ি বাদুড়িয়ার রামচন্দ্রপুর এলাকায়। দুষ্কৃতিরা সকলেই মিলিত ভাবে এলাকায় ডাকাতির ছক কষেছিল। স্থানীয় পুলিশের চেষ্টায় সেই ছক বানচাল করা সম্ভব হয়েছে।