Date : 2024-03-29

দোলের দিন মেট্রো সময়সূচীতে অশনিসংকেত

কলকাতা: বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হবে দোল উৎসব। ব্যতিক্রম নয় কলকাতাও। সকাল থেকেই বসন্ত উৎসবে মেতে উঠবে শহর। অন্যান্য দিনের তুলনায় যানবাহন কম থাকবে রাস্তায়। সেই অনুসারে বদল হয়েছে মেট্রোর সময়সূচী। দোল উপলক্ষ্য স্কুল, কলেজ এবং অফিস বন্ধ থাকায় সকালের দিকে কর্মব্যস্ত দিনের মতো যাত্রীর চাপ থাকবেনা। তাই সকালের পরিবর্তে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ২ টো ৩০মি থেকে। আপ ও ডাউন লাইনে একই সময় চালু হবে মেট্রো। শেষ মেট্রোর সময়সূচী বদলাচ্ছে না। প্রতিদিনের মতো আপ ও ডাউনে রাত ৯টা ৫৫ মিনিটে শেষ মেট্রো পাওয়া যাবে।

বর্তমানে ৩০০টির পরিবর্তে সারাদিনে ২৮৪টি মেট্রো চালানোর কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দোলের দিন সেই সংখ্যা থাকবে ৬২টি। ফলে মেট্রো পরিষেবা অনিয়মিত থাকবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলায় মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। এছাড়া আগুন আতঙ্কে ব্যস্ত সময় মেট্রোযাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন জায়গায় সকাল থেকেই অনুষ্ঠানসূচী থাকে। দোলের দিনও মেট্রোর সময়সূচী পরিবর্তন হওয়ায় যাত্রীদের সমস্যার মুখে পড়তে হতেও পারে। দোল উপলক্ষ্যে স্বাভাবিক যান চলাচল কম থাকবে, এদিন অনেকেই তাই মেট্রো ভরসা করবেন। পরিবর্তিত সময়সূচীর কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন যাত্রীরা।