Date : 2024-04-25

দেশ ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে প্রচারে বিজেপি-কংগ্রেস

ওয়েব ডেস্ক: ভোটের আগে প্রচারে কে কতটা এগিয়ে থাকবে তারও যেন একটা প্রতিযোগিতা চলতে থাকে।

ইতিমধ্যেই সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হতেই ছক কষে নির্বাচনী প্রচারের নেমে পড়ছে রাজনৈতিক দলগুলি।

বাবুলকে শোকজ করল নির্বাচন কমিশন…

পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোট উৎসব বলে কথা।

কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ।

আর এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে প্রভাব পড়েছে ভোটযুদ্ধের।

এক নজরে বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা…

ইংল্যান্ডে ভারতীয়ের সংখ্যা নেহাত কম নয়।

এদের প্রভাবিত করতে নয়া প্রচার কৌশলের আশ্রয় নিয়েছে রাজনৈতিক দলগুলি।

রবিবার ছুটির দিনে ইংল্যান্ডের রাস্তা কাঁপাল বিজেপি ও কংগ্রেসের প্রবাসী ভারতীয় শাখার কর্মীরা।

একই দিনে কংগ্রেস ও বিজেপির জোড়া রোড শোয়ে রীতিমতো নাজেহাল ইংল্যান্ডের আম জনতা।

যানজটেরও সৃষ্টি হয় বহু জায়গায়।

রবিবার ওভারসিস ফ্রেন্ডস অব বিজেপি প্রথম রোড শোটি করে।

রাজনৈতিক বিজ্ঞাপন সম্প্রচারে “না” বিসিসিআইয়ের…

রোড শোয়ের উদ্বোধন করেন, ইউরোপের রেসিং চ্যাম্পিয়ন অ্যাডভেট দেওধর।

সংগঠনটির দাবি, মোট ৫০০টি গাড়ি ওই রোড শো’তে অংশগ্রহণ করেছে।

লন্ডনে শুরু হয়ে বার্মিংহাম, লেইস্টার, ম্যানচেস্টার, এডিনবরা হয়ে যায় নিউক্যাসেলে পৌঁছয় রোড শোটি।

“রাজনীতি সব জায়গায় রয়েছে”, বললেন মিমি…

এদিকে ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেস ইউকের তরফেও রোড শো করা হয়।

তাদের রোড শো’তে প্রায় শ’খানেক গাড়ি বার্মিংহাম, কভেন্ট্রি হয়ে শ্লগ হয়ে ফের লন্ডনে ফিরে যায়।

সবমিলিয়ে ভোট যুদ্ধ যে আর দেশের মাটিতে সীমাবদ্ধ নেই, তা আর বলার অপেক্ষা রাখে না।