Date : 2024-04-16

“চৌকিদার” হতে পারবেন না সুব্রহ্মণ্যম স্বামী

ওয়েব ডেস্ক: লোকসভা ভোটের আগে বিজেপির প্রচার হাতিয়ার,”চৌকিদার”।

ভোটের মুখে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির অধিকাংশ নেতাই ট্যুইটারে নিজের নামের আগে “চৌকিদার” জুড়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে বিষয়টি।

কিন্তু এই ধারারই ভিন্ন পথে হেঁটে নিজের নামের আগে “চৌকিদার” বসানো নিয়ে ভিন্ন মত পোষণ করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

রবিবার একটি সংবাদবামাধ্যমে তিনি বলেন, ‘টুইটারে নিজের নাম বদল করিনি। কারণ আমি চৌকিদার হতে পারি না। আমি ব্রাহ্মণ। একজন ব্রাহ্মণ চৌকিদার হতে পারে না। আমি নির্দেশ দেব। সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে একজন চৌকিদার। কেউ কোনও চৌকিদার নিয়োগ করলে সে এটাই আশা করবে।’

তাঁর এই মন্তব্যে বিতর্ক মাথাচাড়া দিয়েছে সোশ্যাল মিডিয়া সহ বিজেপির অন্দরে।

প্রসঙ্গত, নিজের নামের আগে চৌকিদার যোগ করার আগে প্রধানমন্ত্রী বলেন, যারা দুর্নীতির সঙ্গে লড়াই করছে, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তারা সবাই চৌকিদার।

আপনাদের চৌকিদার শক্ত হাতে দেশের সেবা করে চলেছে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্য এবং ট্যুইটারে নিজের নামের আগে “চৌকিদার” যোগ করার পর একে একে সেই তালিকায় নাম লিখিয়েছেন, অমিত শাহ, রাজনাথ সিং থেকে অরুণ জেটলি, স্মৃতি ইরানি।

সেখানেই থেমে থাকেনি বিষয়টি।

সেই ধারা বজায় রাখতে এরাজ্যের নেতারাও নিজের নামের আগে জুড়ে দিয়েছেন,”চৌকিদার”।

তবে সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্য বিজেপি নেতাদের অস্বস্তিতে ফেলবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।