Date : 2024-03-29

রোদ থেকে রেহাই পেতে ছাউনিতে ব্রিগেড ঢাকবে বিজেপি

কলকাতা: লোকসভা ভোটের আগে মেগা ব্রিগেডের ভাবনা নিয়েছে বিজেপি।

আর সেই ব্রিগেড সমাবেশকে ঘিরে আগে থেকেই নজিরবিহীন সিদ্ধান্ত নিল বিজেপি।

ব্রিগেডের দিনই উত্তরবঙ্গে মোদীকে দিয়ে সভা করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

এপ্রিল মাসের তীব্র গরমে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা করার কথা আছে।

চৈত্রের রোদ থেকে কর্মী সমর্থকদের বাঁচাতে মাঠে ছাউনি দিয়ে সভা করার ভাবনা নিয়েছে বিজেপি।

এর আগে এইভাবে জনসমাবেশ দেখেনি মহানগর।

ইতিমধ্যে বিজেপির সিদ্ধান্ত শহরের ঐতিহ্য বিরোধী বলে অনেকেই সমালোচনা করেছেন।

চৈত্রের খাঁ খাঁ রোদে দূর থেকে আসা কর্মীদের একটু স্বস্তি দিতে এই ব্যবস্থা নিতে চলেছে বিজেপি নেতৃত্ব।

তাই গোটা ব্রিগেড গ্রাউন্ড ছাউনিতে ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

এর আগে ২০১৪ প্রচারে মোদীর সভায় ছাউনি দেওয়া হয়নি।

মাসখানেক আগে এই ব্রিগেডের সমাবেশ করেছে সিপিএম।

খোলা আকাশের নিচেই সমবেত হয়েছিল বাম কর্মী সমর্থকরা। রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে, শিলিগুড়িতে সভা করে এসে বেলা ৩ টে নাগাদ ব্রিগেডে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। দুপুরের গরমে কর্মীরা অসুস্থ হয়ে যেতে পারে বলে এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, সেনার অনুমতি পেলে অ্যালুমিয়াম শিট দিয়ে ঢেকে দেওয়া হবে গোটা মাঠ। ইতিমধ্যে দিল্লি থেকে এ রাজ্যে এসে পৌঁছেছে ছাউনি বানানোর সরঞ্জাম।

মেদিনীপুরের ঘটনার পুনরাবৃত্তির ব্যপারে প্রথম থেকেই সতর্ক রাজ্য গেরুয়া শিবির।

লোকসভা ভোটের আগে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী।

রেকর্ড সংখ্যক ভিড়ের সম্ভবনাও রয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির।

পোক্ত ভাবে ছাউনি বানাতে এবার বাড়তি সতর্কতা নেওয়া হবে বলে দলীয় সূত্রে খবর।

প্রসঙ্গত, ২৯ মার্চ রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

ব্রিগেড সংক্রান্ত বিষয়ে সেদিনই আলোচনা করবেন দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে।