Date : 2024-04-19

দিন কয়েকের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে আপনার প্যানকার্ড

ওয়েব ডেস্ক: হাতে আর মাত্র ৬ দিন। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়েছেন তো প্যান কার্ড? এখনও করাননি? জানেন কি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড? আয়কর আইনের ১৩৯ এএ ধারায় বাতিলের খাতায় নাম লেখাবে আপনার প্যান কার্ড। এর আগে প্যান-আধার সংযুক্তিকরণের সময় সীমা ছিল ৩০ জুন ২০১৮। পরে তা বাড়িয়ে ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত করা হয়েছে। এই নির্ধারিত সময়সীমার মধ্যে প্যান-আধার লিঙ্ক করতেই হবে। সূত্রের খবর, এখনও পর্যন্ত আয়কর বিভাগ ৪২ কোটি স্থায়ী প্যান কার্ড ইস্যু করেছে। যার মধ্যে ২৩ কোটি প্যান কার্ড ধারক আধার কার্ডের সঙ্গে প্যান নম্বর যুক্ত করিয়েছেন।