Date : 2024-04-20

খেলার মাঠে “চৌকিদার” এলো কোথা থেকে?

ওয়েব ডেস্ক: স্টেডিয়ামে উপচে পড়ছে ভীড়। মাঠে খেলা চলছে রাজস্থান রয়ালস বনাম কিংস ইলেভেন পঞ্জাব। বাঁধ ভাঙা উৎসাহে যার যার নিজের পছন্দের টিমকে সাপোর্ট করছে সবাই। খেলার টিম নয়, সাপোর্ট করা চলছিল পলিটিকাল টিমকে। খেলা চলাকালীন হঠাৎ-ই ভেসে এল রাহুল গান্ধীর তোলা স্লোগান ‘চৌকিদার চোর হ্যায়’।

ঘটনা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়। একদিকে আইপিএল অন্য দিকে গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন, দুই নিয়েই উন্মাদনার শেষ নেই গোটা দেশে। তাই খেলা দেখতে দেখতেই রাজনৈতিক দলের হয়ে স্লোগান দিয়ে দিলেন কিছু দর্শক।

টিভি স্ক্রিনে দেখা না গেলেও স্লোগানে মেতে উঠেছিল মাঠ। ইতিমধ্যে একটি ছবিও ভাইরাল হয়েছে। যেখানে একদল দর্শকের তেরঙ্গা রাঙা টি-শার্টে লেখা আছে “চৌকিদার চোর হ্যায়”। সোশ্যাল মিডিয়ায় এখন বহুল চর্চিত শব্দ ‘চৌকিদার’। শাসক বিরোধীর প্রচারের মুখ্য বিষয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়াও দ্বি-বিভক্ত।

রাহুল গান্ধী আগেই রাফেল দুর্নীতি নিয়ে মুখ খুলতে গিয়ে “চৌকিদার চোর হ্যায়” কথাটি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে। ইতিপূর্বে রাহুল গান্ধী বিভিন্ন সভায় মঞ্চে দাঁড়িয়ে “চৌকিদার…. বলেছেন, তার সমর্থকেরা উত্তর দিয়েছে …. চোর হ্যায়” মালদহে প্রচারে এসেও এই দৃশ্য দেখা গেছে। ২০১৪ আইপিএল-এর মাঠে মোদী মোদী সেলোগান উঠেছিল। এবার “চৌকিদার চোর হ্যায়” স্লোগানের গুঞ্জন ঘুরছে মানুষের মুখে মুখে, যা মোদীর পক্ষে একেবারেই নেতিবাচক প্রভাব।