Date : 2024-04-24

দল পরিবর্তন নিয়ে জ্যোতিপ্রিয়-অর্জুন তরজা তুঙ্গে

উত্তর ২৪ পরগণা: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায়ের হঠাৎ আগমনের পর থেকেই তার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে।

বেশ কয়েক সপ্তাহ ধরেই মেয়রের গতিবিধির উপর দৃষ্টি রাখছে দল।

দোলের দিন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, মেয়র হয়ে জন্মাইনি।

মেয়র না থাকলেও ঘরের ছেলে হয়ে থাকতে চাই।

মন্তব্যকে ঘিরে তীব্র জল্পনা সৃষ্টি হয়। এদিকে সদ্য বিজেপিতে যোগদানকারী অর্জুন সিং-এর মন্তব্য সেই জল্পনাকেই উষ্কে দিয়েছে।

একটি কর্মীসভায় উপস্থিত হয়ে তিনি দাবি করেন, “তৃণমূলের ১০০ বিধায়ক বিজেপিতে যোগ দেবেন”।

অর্জুন সিং-এর এই দাবি নিয়ে ইতিমধ্যে তোলপাড় রাজনৈতিক মহল।

ঠিক কে বা কারা বিজেপিতে যোগদান করবেন সেই নিয়ে অবশ্য প্রকাশ্য কিছু বলেননি অর্জুন সিং।

প্রসঙ্গত, দীনেশ ত্রিবেদীর প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাবে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “অভিষেক বাচ্চা ছেলে, ও কি বলল তা নিয়ে মাথা ঘামাই না।”

দীনেশ ত্রিবেদীকে হারানোর প্রসঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

এমনকি তিনি দাবি করেন ব্যরাকপুরে তৃণমূলের সংগঠন বলে কিছু নেই।

এর পাল্টা উত্তরে উত্তর ২৪ পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তীব্র কটাক্ষ করেন অর্জুন সিংকে।

তিনি বলেন, অর্জুনের চৈতন্য হোক, অশিক্ষিতের কথায় উত্তর দিতে লজ্জা করে।

অশোকনগরে কর্মীসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ান অর্জুন সিং।

এদিন ১০০ জন বিধায়কের দল পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, দল ছেড়ে দিলে দলের ক্ষতি হবে না।

তবে সব উত্তর পাওয়া যাবে ২৪ মে। তখন কপাল চাপড়াতে হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অর্জুন সিং-এর উত্তর প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “৫০ গ্রাম ওজন নিয়ে ৫০০ গ্রামের কথা বলছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন বছরে যা কাজ করেছেন অর্জুন সিং তার অর্ধেকও করতে পারেননি”।