Date : 2024-04-24

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল এসএসসি জট

ওয়েব ডেস্ক: ২৯ দিনের মাথায় অনশন প্রত্যাহার করলেন এসএসসি চাকুরীপ্রার্থীরা।

বৃহস্পতিবার শিক্ষা দফতরের কমিটির সঙ্গে অনশনরত চাকুরীপ্রার্থীদের প্রতিনিধিদলের আলোচনার পর তারা জানালেন “মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। রাজ্য সরকার দাবি না মানলে ফের অনশন”।

দাবি পূরণ না হলে একই জায়গায় অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

পাশাপাশি তারা জানান, সমাধান সূত্র খোঁজার জন্য সরকার সাত দিন সময় চেয়েছে।

বুধবার ২৮ দিন অনশনের পর এসএসসি প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।

সহানুভূতি দিয়ে বিবেচনার আশ্বাস দেন।

অনশনে সামিল ৪০০ জনেরও বেশী চাকরিপ্রার্থী।

“নির্বাচন বিধি চালু হওয়ায় হাত -পা বাঁধা। আমার ওপর ভরসা রাখুন”, অনশনকারীদের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

দরকার পড়লে আইন পরিবর্তন করা হবে এমনই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

জুনের প্রথম সপ্তাহে সমস্যার সমাধান করা হবে। বসা হবে প্রতিনিধি দলের সঙ্গে। এমনই জানিয়েছেন তিনি।