Date : 2024-03-29

বেহাল রাস্তা মেরামতের দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত

পূর্ব মেদিনীপুর: সপ্তদশ লোকসভা নির্বাচনে ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।

রাজ্যে উন্নয়নকে হাতিয়ার করেই ভোট প্রার্থনা করতে ইতিমধ্যে জনতার দরবারে উপস্থিত হচ্ছেন শাসকদলের প্রার্থীরা।

খাস কলকাতায় এবার সেই উন্নয়নের প্রশ্ন তুলেই ভোট বয়কটের ডাক দিলেন স্থানীয় বাসিন্দারা।

পূর্ব মেদিনীপুরের বেলদা থানার তুতরাঙ্গা অঞ্চলের আসন্দা হাইস্কুল থেকে মূলকুড়িয়া পর্যন্ত প্রায় ৭কিলোমিটার পথের অবস্থা বেহাল।

প্রায় ৪ বছর ধরে রাস্তার মেরামত করা নিয়ে ভ্রুক্ষেপ নেই প্রশাসনের এমন অভিযোগ করে এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয় বাসীন্দারা।

এই রাস্তা ধরেই স্কুলে পৌঁছতে হয় ‘আসন্দা শিক্ষা নিকেতনে’ স্কুলের ছাত্র-ছাত্রীদের, ফলে তীব্র অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের।

শুধু ছাত্র-ছাত্রীরাই নয়, এই রাস্তার উপর ভরসা করেই কৃষিপণ্য আমদানি রপ্তানি করেন বহু মানুষ।

তাই নিত্যদিন দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকেন এলাকাবাসী।

রাস্তা খারাপ হওয়ায় পণ্য নিয়ে যাতায়াত করার সময় বিকল হয়ে পড়ে যানবাহন।

এই ঘটনায় বিরক্ত হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে আসন্দা ও মূলকুড়িয়া বুথের প্রায় দেড় হাজার ভোটার ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

এলাকাবাসীদের তরফে জানানো হয়েছে ভোট বয়কটের সঙ্গে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই।

এলাকার উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন বাসিন্দারা।

শুধু তাই নয় এলাকার মানুষ এলাকায় আরও ৪ টি রাস্তা তৈরির দাবি জানিয়েছেন।

এলাকার পঞ্চায়েত সদস্যা সন্ধ্যা বরের অভিযোগ, বিরোধী নেত্রী হওয়ায় পঞ্চায়েতের উন্নয়নের কাজে সাহায্য পান না।

রাস্তার বেহাল দশার কথা তিনিও স্বীকার করে নিয়েছেন।