Date : 2024-03-29

নির্বাচনে নামার আগেই হারলেন হার্দিক…

ওয়েব ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেলেন কংগ্রেসে সদ্য অভিষেক হওয়া হার্দিক প্যাটেল।

সৌজন্যে গুজরাট হাইকোর্টের রায়।

তাই প্রথমবার নির্বাচনে লড়ার আগেই চিন্তার ভাঁজ হার্দিকের কপালে।

গুজরাটে পতিদার আন্দোলনের মুখ হার্দিক প্যাটেল ইতিমধ্যেই রাজ্যে তো বটেই রাজ্যের বাইরে কানহাইয়া কুমারের হয়েও প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছিলেন।

এর মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ রায় দিল গুজরাট হাইকোর্ট।

২০১৫ সালে মেহসেনার একটি সংঘর্ষের ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন হার্দিক প্যাটেল।

রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

শুক্রবার সেই আবেদনই খারিজ করে দিল আদালত।

ফলত দোষী সাব্যস্ত হওয়ার কারণে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী তিনি আর ভোটে লড়াই করতে পারবেন না।

হাইকোর্টের বিচারপতি উরাইজি বলেন, ১৭টি এফআইআর রয়েছে হার্দিকের বিরুদ্ধে।

প্রসঙ্গত, ২০১৫ সালে সংরক্ষণের দাবিতে আন্দোলনের সময় বিসনাগরে একটি হাঙ্গামায় জড়িয়ে পড়ে হার্দিক প্যাটেলের সংগঠন।

সেই ঘটনায় হার্দিকের বিরুদ্ধে মামলা করা হয়।

ওই মামলায় ২০১৮ সালে হার্দিক প্যাটেলকে ২ বছর কারাদন্ডের সাজা দেয় আাদালত।