Date : 2024-04-20

“হিংসার রাজনীতি করছে বিজেপি” তোপ জ্যোতিপ্রিয়র

উত্তর ২৪ পরগণা: লোকসভা ভোটের প্রচার শুরু হতেই রাজ্যে তৃণমূল-বিজেপি যুযুধান পক্ষ পরস্পরের বিরুদ্ধে বাক্যবাণে অগ্নি বর্ষণ করে চলেছে।

‘বুকে গুলি করা’ র মন্তব্য ঘিরে বসিরহাটে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

এবার সেই প্রশ্নের জবাব দিতে একে একে আসরে নামছেন তৃণমূলের একাধিক নেতা।

বৃহস্পতিবার রানাঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের নির্বাচনী সভা থেকে বিজেপিকে একহাত নেন তৃণমূল কংগ্রেসের জেলা নির্বাচনী পর্যবেক্ষক অনুব্রত মন্ডল।

অন্যদিকে বসিরহাটে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে একহাত নেন তিনি।

এদিন বনগাঁর তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য মন্ত্রী তথা উত্তর ২৪ পরগণা তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর মন্তব্যের বিরুদ্ধে তিনি কটাক্ষ করেন।

তিনি বলেন, সায়ন্তন বসু প্রকাশ্যে যে ভাবে মন্তব্য করেছেন তাতে গোটা রাজ্যে সমালোচনার ঝড় উঠেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে যেভাবে উন্নয়ন করেছেন সেটা হাতিয়ার করেই প্রচারে নেমেছে তৃণমূল, এমনটা তিনি দাবি করেন।

এদিন নির্বাচনী প্রচার সভা থেকে তিনি বলেন উত্তর ২৪ পরগণার ৫টি আসনেই তৃণমূল কংগ্রেসের জয় লাভ করবে।

পাশাপাশি বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায় বলে অভিযোগ করেন।

এদিন মমতা বালা ঠাকুরের নির্বাচনী জনসভায় জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা।